ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭ জুলাই ওয়াশিংটন সফরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধ অবসানের প্রচেষ্টায় এটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ধাপ। সোমবার রাতে হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এটি হবে ২০২৫ সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। ঠিক দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধ বন্ধে সম্মত হয়।