আসন্ন শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজুর রহমান হতে পারেন বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে শ্রীলঙ্কাও। তাকে থামাতে ইতোমধ্যে সাজিয়ে রেখেছে নির্দিষ্ট পরিকল্পনা।
শেষবার মুস্তাফিজ মাঠে নামেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। সেখানে অভিজ্ঞতার প্রয়োগ ঘটিয়ে দলকে এনে দেন মূল্যবান জয়। তবে এরপর থেকে আইপিএল ও চোটের কারণে ছিলেন জাতীয় দলের বাইরে।
সিরিজের প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার (১ জুলাই) সংবাদ সম্মেলনে এসে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘প্রথমত, মুস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে। কারণ আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানে বাড়তি উন্মাদনা। মাঠের এই উত্তাপ ছড়িয়ে পড়ে নানা উদযাপন এবং কথার লড়াইয়েও। এ প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে শত্রুতা মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই, এমন ম্যাচ এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এ ম্যাচের উইকেট নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে আসালঙ্কা বলেন, ‘আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি (উইকেট কেমন হবে তা এখনও) জানি না, কালকের দিকে তাকিয়ে আছি।’
বিডি প্রতিদিন/মুসা