রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলাকার সাফা টাওয়ারের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে মহিমা ইসলাম উর্মির (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিমা ইসলাম উর্মি রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রায়হান চৌধুরীর স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রায়হান চৌধুরী। দুপুরের খাবারের পর পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উর্মিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।
তাৎক্ষণিকভাবে তাকে নামিয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ওড়না এবং মেঝেতে মরদেহ পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা—সুনির্দিষ্টভাবে এখনই কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/নাজিম