জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের সব সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিল। তারা সেই সময় বেশ কিছু জনপ্রিয় টিভি চ্যানেল ও পত্রিকা বন্ধ করে দিয়ে বিপুল সংখ্যক সাংবাদিককে বেকার অবস্থায় রেখেছিল। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার কথা না শুনলে গণমাধ্যম কর্মীদের ওপর বিভিন্ন দমন নির্যাতন নেমে আসত। অনেকে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে তখন কেউ কলম ধরতে সাহস পাননি। তাই জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত ছিল। গতকাল বিকালে দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কালের কণ্ঠ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুস জঙ্গী, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনানা হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার শিথিল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা।