স্ত্রীকে ভিডিও কলে রেখে সুব্রত বিশ্বাস (৩৬) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল পাঁচটার দিকে রাজধানীর হাতিরঝিল থানার পূর্ব নয়াটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুব্রত বরিশাল উজিরপুর থানার সাহেবেরহাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান থাকে। তিনি রাজধানীর পূর্ব নয়াটোলায় একা ভাড়া বাসায় থাকতেন এবং একটি এয়ারলাইন্সের ইজারভেশন (টিকিট বুকিং) বিভাগে কর্মরত ছিলেন।
মৃতের চাচতো শ্যালক পলাশ দত্ত জানান, সুব্রত বিশ্বাসের স্ত্রী কাকলি বাড়ই তাকে ফোন করে জানান—স্বামী ভিডিও কলে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন। তড়িঘড়ি করে পলাশ ঘটনাস্থলে ছুটে যান।
পলাশ বলেন, “বাসায় গিয়ে দেখি তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ নেই। জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে বাড়ির মালিকের সহায়তায় পুলিশে খবর দিই।”
পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে সুব্রতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যালক পলাশ দত্ত জানান, পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। তবে কী নিয়ে বিরোধ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম