আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদের ফেরত পেতে চাই।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা শুরু করে ইসরায়েল। আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে স্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ