ফড়িং রাজার বিয়ে হবে
পড়ল বনে সাড়া
ঝিঁঝির দলে রাতের বেলা
মাতায় সারা পাড়া।
মৌমাছিরা ব্যস্ত হলো
বিয়ের আয়োজনে
রংবেরঙের প্রজাপতি
সাজায় বিয়ের কনে।
জোনাকিরা আলো জ্বেলে
ফুলের মালা গাঁথে
কালো ভ্রমর গুনগুনিয়ে
সেই খুশিতে মাতে।
ব্যাঙের সারি ছাতা হাতে
বরযাত্রী যাবে
পেট ফুলিয়ে সবার আগে
বিয়ের ভোজটা খাবে।