মেঘের নাকি শখ হয়েছে
রোদ্রে গা-টা ধুবে
বৃষ্টি হয়ে জল নামাবে
লাল রবিটাই ছুঁবে!
রংধনুটা উঠলে পরে
রঙের পিঠে উড়ে,
এপাড়-ওপাড় সুড়ুৎ করে
ঘুরবে আকাশ জুড়ে।
বজ্র যদি হুমকি মারে
বলবে ভীষণ রাগে,
তুই না আমি? কে রে প্রথম?
কে এসেছে আগে?
সন্ধ্যা হলে চকমকিয়ে
হাসলে গো ভিনতারা,
মুচকি হেসে বলবে, ‘থাকো
না থাকে তো তাড়া’।
চাঁদমামাটাও আসবে যখন
ধিতাং ধিতাং সুরে,
জোছনা আলোয় নাচবে তখন
জোড়ায় জোড়ায় ঘুরে।