বদ্ধ খাঁচায় অন্ধকারে
অট্টালিকার মাচা
নেই আলো নেই তো বাতাস
অন্ধকারের খাঁচা।
তোরা সব আয়রে ছুটে আয়
পল্লী গ্রাম গাঁয়ে
দেখবি আলো মুক্ত বাতাস
পল্লী মায়ের ছায়ে ।
সবুজ পাতায় ঘেরা গাঁ
ঝিরঝির বৃষ্টির ছন্দ
মৃদু বাতাসের সো সো গন্ধ
আনে প্রাণে ছন্দ।