একবার-একটি ক্ষুধার্ত শিয়াল বনের পথ ধরে হাঁটছিল। ক্ষুধার যন্ত্রণায় সে খাবার খুঁজতে খুঁজতে এক আঙুর খেতের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে একটি লতা থেকে কিছু পাকা ও রসালো আঙুর ঝুলতে দেখল। সেগুলো দেখতে কী সুস্বাদু! মনে মনে শিয়ালটি বিড়বিড় করে বলতে লাগল। এবার সেই শিয়ালটি আঙুরগুলো ধরার জন্য উঁচু করে লাফ দিতে লাগল, কিন্তু বিধিবাম! যতই চেষ্টা করুক না কেন, সেগুলো নাগাল পেল না। অবশেষে ক্লান্ত আর হতাশ হয়ে শিয়ালটি বিড়বিড় করতে করতে চলে গেল, ‘ওই আঙুরগুলো তো এমনিতেই টক!’ কিন্তু মনে মনে শিয়ালটি ঠিকই জানত, সে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়েছে।
গল্পের নীতি :
কোনো কিছু কঠিন হলে অজুহাত তৈরি কোরো না, চেষ্টা চালিয়ে যাও!