চাঁদ উঠছে ফুল ফুটছে
গন্ধে ভরা উঠোন,
সূর্যি মামা রোদ ছড়াবে
একটু পরে শোন!
মুখহাত ধুয়ে পড়বি সবাই
অ আ এক দুই,
পড়বে সাথে বাগান জুড়ে
পলাশ চাঁপা জুঁই!
লেখা পড়ায় বড় হয়ে
হবি খ্যাতি জন,
জ্ঞান গর্বে উল্লসিত
ভরবে প্রতিক্ষণ!
হতে পারিস মহাকাব্যের
মধুর কথাকলি,
এবং হবি বিশ্ব কবির
গুণের গীতাঞ্জলি!