গাঁকে আঁকে সবুজেই
সূর্যটা লালে,
খুকু আঁকে নানা ছবি
তুলিছোঁয়া চালে।
আঁধারটা বোঝাতেই
মেখে দেয় কালো,
বৃত্তটা সাদা হলে
চাঁদ দেবে আলো।
সর্ষের ক্ষেতজুড়ে
হলুদের কাজ,
আকাশটা বোঝাতেই
নীল নীল সাজ।
রংধনু সাত রংয়ে
দিতে হবে মিল,
তার আগে চাই তার
রং পেনসিল।