বৈশাখ মানে নববর্ষ
ঝড় বৃষ্টির দিন,
বৈশাখ মানে হালখাতাতে
শুধাবে সব ঋণ।
বৈশাখ মানে নতুন ধানে
কৃষক হাসবে হাসি,
বৈশাখ মানে কদম তলায়
বাজবে বাঁশের বাঁশি।
বৈশাখ মানে খুকির বায়না
যাবে হেঁটে মেলা,
বৈশাখ মানে পুতুল নাচের
দেখবে কত খেলা।
বৈশাখ মানে বৃষ্টির জলে
থাকবে ভিজা গা,
বৈশাখ মানে খুশির জোয়ার
উৎসব মুখর গাঁ।