মায়ের কাছে খুকির দাবি
বোশেখ মেলায় গিয়ে
কিনবে পুতুল একজোড়া সে
খেলতে পুতুল বিয়ে।
আলতা চুড়ি চুলের ফিতা
কিনতে সে যে চায়
বাবা দিলো পাঁপড় ভাজা
মনের সুখে খায়।
নাগরদোলায় চড়বে না সে
ভয়ে ভয়ে মরে
তাইতো খুকি নাগরদোলায়
বাবার গলা ধরে।
মিষ্টি পানে মুখ রাঙিয়ে
খুকির মাও হাসে
পরিচিত বন্ধু স্বজন
মেলার আশেপাশে।