রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শামীম (২৩), শাহাদাত (২১), খোকন (৩৭), আমজাদ আলী বাবু (৩০) ও কামরুল ইসলাম (২১)।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় দুইজন, মাদক মামলায় দুইজন ও সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ