পান্তা ইলিশ পান্তা ইলিশ
খাবে তুমি ভাই
আমি ভীষণ পেটুক মশাই
পুঁটি হলেও চাই।
মাছের রাজা মহারাজা
ইলিশ পাবে কই
পান্তা যদি জুটে তোমার
খাবে পাশে রই।
আরে মশাই কি যে বলো
খেলাম না হয় খই
পান্তা ইলিশ খেতেই হবে
বলো না পইপই।
বৈশাখ এলে খেতে হবে
এমন কথা নেই
জলের সাথে নিত্যদিনে
দুঃখ ধুয়ে দেই।
তুমি না হয় খেতে পারো
পান্তা ভাতে দই।
আমারও তো স্বাদ মিটেছে
এত লোভী নই।