ফেনীতে ছয় দফা দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করছেন জেলার সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের রেলগেইট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আই.সি.এস.টি ও কম্পেক্ট পলিটেকনিকসহ অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।
বিক্ষোভের কারণে শহরের গুরুত্বপূর্ণ রেল ও সড়কপথে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ও অন্যান্য যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শহরে বিকল্প সড়ক না থাকায় সাধারণ মানুষও পড়েন বিপাকে।
পরে দুপুর ১টার দিকে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষক প্রতিনিধিদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে কর্মরত ব্যক্তিরা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের বেশিরভাগেরই কারিগরি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অথচ এই পদে নিযুক্ত ব্যক্তিদের ‘জুনিয়র ইন্সট্রাক্টর’ হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক ও অসম্মানজনক।
শিক্ষার্থীরা আরও বলেন, একজন ডিপ্লোমাধারী শিক্ষার্থীকে যিনি ল্যাব সহকারী ছিলেন, তিনিই যদি শিক্ষক হন, তাহলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। এ ধরনের সিদ্ধান্ত পুরো কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।
বিডি প্রতিদিন/নাজিম