বৈশাখ মানে হলো
বর্ষের পূর্তি
বৈশাখী মেলা মানে
হৈ চৈ ফুর্তি!
কেউ কেনে, কেউ বেচে,
কেউ আসে ঘুরতে
প্রজাপতি ডানা মেলে
কেউ আসে উড়তে!
মেলা আনে কাছাকাছি,
দূর করে দূরটা-
মেলাতেই বেজে ওঠে
মিলনের সুরটা!
কালো আর মন্দরা
হয় যেন চূর্ণ
নয়া সালে যত আশা
হোক সব পূর্ণ!