হাবলু মামার কাণ্ড দেখো
হাবলু মামার কাণ্ড
দই ভেবে বসলো নিয়ে
হাতে চুনের ভান্ড।
খোশ মেজাজে যখন মামা
দিলো মুখে পুরে
গলা ধরে আসলো মামার
মাথা কেমন ঘুরে।
বললো দিদা লোভ করলে
এমন সাজাই হবে
জেনে নিয়ে এখন থেকে
খাবার খাবে সবে।
হাবলু মামার কাণ্ড দেখো
হাবলু মামার কাণ্ড
দই ভেবে বসলো নিয়ে
হাতে চুনের ভান্ড।
খোশ মেজাজে যখন মামা
দিলো মুখে পুরে
গলা ধরে আসলো মামার
মাথা কেমন ঘুরে।
বললো দিদা লোভ করলে
এমন সাজাই হবে
জেনে নিয়ে এখন থেকে
খাবার খাবে সবে।