তাক দুমা দুম ঢাকের বাদ্য বাজে
বোশেখ এল নববর্ষের সাজে।
খুকি রে তুই লাল শাড়িটা পরে
শরিক হবে শোভাযাত্রায় ভোরে।
ছায়ানটের রমনা বটমূলে
আকুল হবে রবীন্দ্র-নজরুলে।
মেলাতে যাস খুশির এমন দিনে
পুতুল-বাঁশি খোকারে দিস্ কিনে।
পান্তা, ইলিশ, মণ্ডা, মিঠাই করে
বর্ষবরণ করিস খুকি ঘরে।