বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচনবিরোধী শক্তি প্রকাশ্যে তাদের মুখোশ উন্মোচন করছেন। সংসদ নির্বাচন চান না বলে যারা প্রকাশ্যে নির্বাচনবিরোধী অবস্থান নিচ্ছেন, তারা দেশ ও জনগণ এবং গণতন্ত্রের বন্ধু হতে পারেন না। নিজেদের অজান্তেই তারা ফ্যাসিস্ট হাসিনার রুপ ধারণ করেছেন। হাসিনাও নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছিলেন।
রবিবার সকালে ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খানের শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনীতিতে আসা নবীন বন্ধুরা রাজনীতির ব্যাকরণ, রসায়ন আত্মস্থ করতে পারছেন না। যে কারণে তারা জনগণের পালস বুঝতে বা জনআকাঙ্ক্ষা অনুধাবন করতে পারছেন না। গণভোট, গণপরিষদ, পিআর, নতুন সংবিধানসহ অবাস্তব গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী বিভিন্ন ইস্যু সামনে এনে তারা দেশকে অস্থিতিশীল করতে আবারও রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করতে মরিয়া।
ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবুল হাসেম, হুমায়ূন কবীর সরকার, আবদুল মমিন শাহীন, মাহবুবুল আলম, বিএনপি নেতা আব্দুস শহীদসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই