বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, 'আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাআল্লাহ।'
আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ২০২৪ এর জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থিদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব।
‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে 'বিজয় র্যালি' পালিত হয়। সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায়।
ঢাকা মহানগরের আয়োজনে শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র্যালি-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
সমাবেশ-পরবর্তী র্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার রাজপথে এক জাগরণী পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়াও ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলা ও মহানগরগুলোতেও কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয় র্যালি পালিত হয়। উল্লেখযোগ্য শাখাগুলোর মধ্যে রয়েছে-
সিলেট জেলা ও মহানগর:
বাংলাদেশ খেলাফত মজলিশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট রেজিস্টারি মাঠে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে র্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহর সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিজয় র্যালির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের মুহতামিম শায়খ মাওলানা আব্দুস সোবহান।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতে ইসলামের সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি জননেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মূসা এবং জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল মালিক, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, যুব মজলিশ মহানগর সভাপতি নুরে আলম সিদ্দিকী, ছাত্র মজলিশ মহানগর সভাপতি মো. সাইফ উদ্দিন, মুশফিকুর রহমান মাহদী প্রমুখ।
চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে মঙ্গলবার সকাল ৯ টায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি নগরীর দামপাড়া ওয়াসা মোড় থেকে শুরু করে জি ই সি মোড় প্রদক্ষিণ করে ২নং গেইট বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আব্দুল হালিম, উত্তর জেলা সভাপতি মাওলানা ওজাইর আহমদ হামিদি, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা ইমাম উদ্দিন, মুফতি মাহবুব বিন মুঈন, মোহাম্মদ সালাউদ্দীন, যুব মজলিশ সভাপতি, ইন্জিনিয়ার আরিফ মাহমুদ প্রমুখ।
নারায়ণগঞ্জ :
চাষাড়া কেন্দ্রীয় ঈদগাহ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি।
ফরিদপুর:
ফরিদপুর জেলা শাখায় সকাল ১১টায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি ফরিদপুর আলিপুর কবরস্থান মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ আকরাম আলী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় নেতা মুফতি আবু নাসির আইয়ুবী।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মান, সালথা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, বোয়ালমারী উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, ফরিদপুর পৌরসভা শাখার সভাপতি মুফতি নাজমুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন।
এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর, রংপুর, গাজীপুর, খুলনা, হবিগঞ্জ, মাগুরা, নাটোর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, দিনাজপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, চাঁদপুর, গাইবান্ধা, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, নেত্রকোনা, জামালপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, ফেনী, নোয়াখালী (দক্ষিণ), ভৈরব, বাহুবল, শ্রীপুর, দিরাই, মুলাদী, বরুড়া, নাঙ্গলকোটসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়।
বিডি প্রতিদিন/মুসা