রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ আজ নির্ধারিত ছিল। এ দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষণা করেছে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি।
এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গত কয়েক দিন ধরে রাজধানীতে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি-প্রতিদিন/জামশেদ