স্বতন্ত্র প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনের মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভুতকরণের অপচেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অপরদিকে একই দাবিতে একইসময়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন থেকে অবিলম্বে তাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন-বিএনএ নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি লায়লা আরজুমান, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়ামসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে দিনাজপুর নার্সিং কলেজের ইন্সটাক্টর রাখি আক্তার, দিনাজপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী সরকার, নার্সিং ইনস্ট্রাক্টর ও বিএনএ স্টান্ডিং কমিটির সদস্য ড. রুবিনা আক্তার, স্ট্যান্ডিং কমিটির সদস্য মোছা সিদ্দিকা বেগম, মোছা শহর বানু, নার্সিং ইন্সটাক্টর ফেরদৌসি বেগম, মাসুদা পারভীন, সিনিয়র স্টাফ নার্স শিউলি বেগম, তাবাসসুম আরা, মনিরা খাতুনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।