দিনাজপুরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৭৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫জন কৃষকের মাঝে ২০ কেজি করে (বিএপি ও এমওপি সার) সার এবং ১ কেজি করে সরিষা বীজ উপহার দেওয়া হয়।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া