বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার হাট সাজাপুর উত্তরপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক।
জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে দুপচাঁচিয়া থেকে অটোরিকশা নিয়ে রফিকুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কের তেলিগাড়ি এলাকায় পৌঁছালে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে অটোচালক রফিকুল ইসলাম নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়ে দেয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামের অটোচালক নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই