১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী পেট্রোল পাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও এই কর্মসূচি পালন করায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ও জেলার সকল পেট্টোল পাম্প বন্ধ রাখা হয়।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৭% কমিশন বৃদ্ধি ও ভুমি ইজারা পূর্বেরটা বহালসহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য এই কর্মসূচি পালন করা হয়েছে। যদি দাবি মেনে নেয়া না হয় তবে আগামীতেও কর্মসূচি দেয়া হবে।
অন্যদিকে, তেল উত্তোলন বন্ধ ও পেট্রল পাম্প বন্ধ থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/এএ