আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা শাকিল আলম বুলবুলকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এই আদেশ দেন। এদিন আসামিরা নিজেরা বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেননি। আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ৩ জুন দিন ঠিক করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি গ্রহণ করে ১৫ মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু ওইদিন জবাব দাখিল না করায় আসামিদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী আসামিরা হাজির হননি বলে আদালতকে অবহিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনা ও শাকিলের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি হয়েছে। কিন্তু কোনো জবাব দাখিল করেননি। এরপর হাজির হতে নির্দেশ দেওয়া হয় ট্রাইব্যুনাল থেকে। তারা হাজির হননি। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারির পদক্ষেপ নেওয়া হোক, যেটা অন্যান্য আদালতে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়। তাজুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তিতে যেন সাত দিনের সময় দেওয়া হয়। যদি হাজির না হয়, তখন ট্রাইব্যুনালে যেন পরবর্তী আদেশ দেওয়া হয়। এরপরই ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করতে রেজিস্ট্রারকে নির্দেশ দেন। ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। এই বক্তব্যের মাধ্যমে আসামি শেখ হাসিনা বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে গত ৩০ এপ্রিল জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা ওই বক্তব্যের মধ্য দিয়ে পুলিশ ও মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
শিরোনাম
- পিএসএলের তৃতীয় শিরোপা জিতল সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর
- মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ২
- ক্লাসেনের ৩৭ বলে সেঞ্চুরি, হায়দরাবাদের রেকর্ড রান
- ফাইনালে রিশাদের লাহোরকে বড় লক্ষ্য দিলো কোয়েটা
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান
- এক-দুই মাসের মধ্যে ৫০ শতাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে: বিটিএমএ সহসভাপতি
- নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না : প্রেস সচিব
- ফাইনালে রিশাদকে নিয়ে বোলিংয়ে লাহোর, নেই সাকিব-মিরাজ
- শীর্ষে থেকেও স্বস্তিতে নেই গুজরাট টাইটান্স
- শাল গাছ লাগানো, সীমানা চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা
- টাকার অভাবে ছিল না আইনজীবী, সত্য স্বীকারে জামিন
- বগুড়ায় ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ
- নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ
- বাংলাদেশের দল ঘোষণা, জায়গা হয়নি সাবিনা-সানজিদার
- দিনাজপুরে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল
- মে’র ২৪ দিনে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স
- অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থানে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন : ফারুকী