জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়নের লক্ষ্যে গাইবান্ধায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শহরের কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের আয়োজনে ৭১০ জন শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।