'কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর। শনিবার দিবসটি উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান।
তিনি বলেন, সারা বিশ্বেই ডায়াবেটিস এখন মহামারী আকার ধারন করেছে। ডায়াবেটিস আছে এমন অর্ধেক রোগীই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। কেবলমাত্র নিয়ন্ত্রিত জীবন যাপনই ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে।
“কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যের প্রতি গুরুত্বারোপ করে মূখ্য আলোচকের বক্তব্যে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সাইন্সেস দিনাজপুর এর পরিচালক অধ্যাপক ডা. বি কে বোস বলেন, কর্মস্থলে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্রিয়তা বৃদ্ধির উদ্যোগ নিলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
স্বাগত বক্তব্যে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর সাধারন সম্পাদক মো. সফিকুল হক ছুটু, ডায়াবেটিস রোগের ভয়াবহতা ও নিয়ন্ত্রনের উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদের এবিষয়ে আরো সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একজন ডায়াবেটিক রোগীকে সুস্থ্য, স্বাভাবিক এবং দীর্ঘ জীবন যাপন করার জন্য প্রতিমাসেই নিয়মিতভাবে চিকিৎসা গ্রহন করতে হবে।
এছাড়াও আলোচনা সভায় ডায়াবেটিস রোগ এবং প্রতিরোধ ব্যবস্থা বিষয়ে রোগীদের পরামর্শ মূলক বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. সাইদুর রহমান চৌধুরী ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. লিয়াকত আলী। সভায় ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর সহ-সভাপতি মতিউর রহমান, কোষাধ্যক্ষ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য মকসেদ আলী মঙ্গলীয়া, মেহবুব হাসান চৌধুরী এডভোকেট, আবু বক্কর ছিদ্দিক, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মো. জমিরুল ইসলাম জুয়েল, মো. শামিম কবিরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আগত রোগীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম