২০০৭ সালের ১৫ নভেম্বর। রাত ৯টার দিকে উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় আঘাত হানে সুপার সাইক্লোন ‘সিডর’। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পুরো উপকূলীয় জনপদ। এখনও অনেক মানুষ নিখোঁজ। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, মসজিদ-মন্দির, স্কুল-কলেজসহ বিভিন্ন স্থাপনা। নষ্ট হয়ে যায় ফসলি জমি, বিলীন হয় বনাঞ্চল, মারা পড়ে গবাদিপশু। সেই ক্ষত বুকে নিয়েই টিকে আছেন উপকূলের মানুষ। কিন্তু দীর্ঘ ১৮ বছর পরেও দুর্যোগ মোকাবিলায় টেকসই সমাধান পাননি এই প্রান্তিক জনগোষ্ঠী।
সিডরের পর উপকূলবাসীর প্রধান প্রত্যাশা ছিল উঁচু ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ। তবে দেড় যুগ পেরিয়ে যাওয়ার পরও সেই প্রত্যাশা পূরণ হয়নি। এমনকি সিডরে বিধ্বস্ত বেড়িবাঁধগুলোরও সম্পূর্ণ পুনর্নির্মাণ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এতে চরম হতাশা ও শঙ্কায় দিন কাটছে উপকূলের মানুষের।
স্থানীয়রা বলেন, ‘সিডরের পর থেকে আজ পর্যন্ত ভাঙা বেড়িবাঁধগুলো ঠিক হয়নি। এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন উঁচু ও শক্ত বেড়িবাঁধ, যাতে ভবিষ্যতের ঘূর্ণিঝড় থেকে জনপদ রক্ষা পায়।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর উচ্চতা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ