মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভাল ফলাফলের পাশাপাশি আমাদেরকে নৈতিকতাসমৃদ্ধ ভাল মানুষ হতে হবে।
ড. মাহবুবুর রহমান মোল্লা (ডিএমআরসি) কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার সকালে ডেমরায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খন্দোকার এহসানুল কবির বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, সহশিক্ষা কার্যক্রমেও দক্ষতা অর্জন করতে।
ডিএমআরসি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ডিএমআরসি কলেজের কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতা, ডিএমআরসি অধ্যক্ষ ওবায়দুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ডিআরইউ এক্সিকিউটিভ মেম্বার আকতারুজ্জামান প্রমুখ এতে বিশেষ অতিথির বক্তব্য দেন।
নবীনবরণ শেষে শিক্ষার্থীদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল