ধর্মকে রাজনীতির বাহিরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার বিকেলে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। ধর্মকে রাজনীতিতে আনবেন না। ভোটের মাঠে কেউ কেউ বলছেন অমুক মার্কায় ভোট দিলে অমুক জায়গার টিকিট পাবেন। টিকিট হচ্ছে আমল। টিকিট কোনদিন ভোটের সিল হতে পারে না।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘শেষ বিচারের দিন হাশরের ময়দানে কেউ আপনার পাশে দাঁড়াবে না একমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের পাশে দাঁড়াবেন। কোন সিল বা কোন টিকিট কোন কাজে আসবে না। ধর্মকে ব্যবহার করে যারা ভোট চাচ্ছেন, মা-বোনদের ভুল বুঝাচ্ছেন এদের সম্পর্কে সাবধান হতে হবে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। কারও সমালোচনা না করে বিএনপির দর্শন তুলে ধরতে হবে।’
এ জেড এম জাহিদ হোসেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিতে বিএনপি যুবদল মহিলা দল ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/আশফাক