উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকীর ৭১তম জন্মদিনে তাকে স্মরণ করলো তাঁর ভক্তরা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে হিমু পাঠক আড্ডার আয়োজনে শিল্পীর জন্মস্থান নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কালি গ্রামের ‘বাউল বাড়ি’ প্রাঙ্গণে কেক কেটে জন্মদিন পালন করেন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর সহধর্মিণী পারভীন সিদ্দিকী। বিকেলে হিমু পাঠক আড্ডার সদস্যরা র্যালি নিয়ে শিল্পীর কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মুফতি শালমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পারভীন সিদ্দিকী ও স্থানীয়দের সঙ্গে সদস্যরা কেক কাটেন।
প্রতি বছর বারী সিদ্দিকীর জন্মদিনে নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্প-ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে পারভীন সিদ্দিকী বলেন, “‘বাউল বাড়ি’ ছিল বারী সিদ্দিকীর একটি স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।”
এদিন নেত্রকোনা থেকে র্যালিতে যোগ দেন হিমু পাঠক আড্ডার সদস্য নাজনীন সুলতানা, রাসেল রাসু, বণিক শুভ, মনোয়ার হোসেন, দেবাশিস সরকার, মীর্জা হৃদয়, জুয়েল রানা, রোদসী, আরিয়ানসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল