বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, দীর্ঘ সতেরো বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। নিজের ধর্ম পালনের স্বাধীনতাও ক্ষুণ্ন হয়েছে। এখন মানুষ জেগে উঠেছে—দেশ যাদের হাতে নিরাপদ, জনগণ তাদেরই ভোট দেবে। বঞ্চিত জনগণ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে শিবালয় উপজেলার বরংগাইল বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচার ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যান। এখন ধর্মের লেবাস পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। মানিকগঞ্জের সহজ-সরল, ধর্মপ্রাণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে একটি মহল। সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশকে সমৃদ্ধ করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য হাবিবুল্লাহ নোমানী, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইযুদ্দিন মোল্লাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজন করে মহাদেবপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।
বিডি-প্রতিদিন/জামশেদ