একটি দল ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে আবার জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণি পার হতে চায়, তাদের হাতে নারীরা নিরাপদ নয়, নির্যাতিত হয়। গতকাল সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলের আগে আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ। সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে। তিনি বলেন, ভবিষ্যতে ধর্মীয় পরিচয়ে কোনো বিভাজন থাকবে না। এখানে সবাই সংবিধান অনুযায়ী নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো সই করেছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে নতুন কিছু চাপিয়ে দেওয়া হলে তা মানতে বাধ্য নই। যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছে সেই বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।