আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি মো. মোশারফ হোসেন।
আজ শনিবার বগুড়ার কাহালু উপজেলার কালাই ও বীরকাদার ইউনিয়নের যৌথ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে।
তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা মামলা হামলার কারণে ঘরে ঘুমাতে পারেনি। আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি এর চেয়ে বেশি হয়েছে জিয়া পরিবার। বেগম জিয়াকে নিজের বাসাতে থাকতে দেওয়া হয়নি। তার বাড়ি বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি।
কাহালুবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই কাহালুবাসীই আমাকে বিজয়ী করে সংসদে যাওয়ার সুযোগ করেছিল।
বিডি প্রতিদিন/আরাফাত