বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০টি বাস ভাঙচুর হয়।
ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রাত ৯টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, বিএম কলেজের দুই শিক্ষার্থী মুলাদী থেকে বরিশালে আসার পথে শিক্ষার্থী পরিচয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তা নিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই