জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গত বুধবার একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বাংলাদেশে আসেন।
শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষ্যান্ত হননি অভিনেতা। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
অভিনেতার শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রাস্তায় রিকশাচালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি অভিনেতাকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বোঝাই যাচ্ছে, ঢাকায় নেমেই পুরোদস্তুর শহুরে আমেজে মেতে উঠেছেন পাকিস্তানি এই অভিনেতা।
বিডি প্রতিদিন/কেএইচটি