নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদ , অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদ দেওয়া হয়। গতকাল সকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। ২০২০ সালের ১৮ আগস্ট উপজেলার মির্জাপুর গ্রামের আজিমুদ্দিন দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।