কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে সোমবার উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাম আমানুজ্জামান (৪৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা।
ওসি সোলাইমান শেখ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’