নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ের বাস উল্টে কবির মিয়া নামে (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিলন মুন্সি নামে ৭০ বছরের বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কবির মিয়া আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের কাওপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুষভান্ডার বাজারের ব্যবসায়ী বেলাল হোসেন (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঘনেশ্যাম এলাকায় বেলালের মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তার মৃত্যু হয়।