স্বাধীনতার আগে স্থাপিত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘন্টাঘর বাজারের ঐতিহ্যবাহী পোস্ট অফিসটি বর্তমানে মারাত্মকভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। মাটির তৈরি ঘরটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, যা জনসাধারণের প্রাণহানির কারণও হতে পারে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, একসময় এই পোস্ট অফিসটি চিরিরবন্দর উপজেলার সাতনালা, নশরতপুর ইউনিয়নের বেশিরভাগ অংশ এবং সাঁইতাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের চিঠিপত্র আদান-প্রদানের একমাত্র ভরসা ছিল। বর্তমানে পোস্ট অফিসের দেয়াল ভেঙে গেছে, দরজা-জানালা চুরি হয়ে গেছে। এখন এটি চারপাশে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। পোস্ট মাস্টার শাহজাহান আলী বলেন, ছাড়া জরাজীর্ণ ভবনের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করা হয়েছে।
দিনাজপুর ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট জয় গোপাল রায় জানান, ‘স্থানীয়ভাবে কেউ যদি জমি দান করেন তাহলে অফিসটি নির্মাণের উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করা যাবে।’