ঠাকুরগাঁওয়ে দীর্ঘ আট বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। দ্বিবার্ষিক এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থী, কাউন্সিলর ও জেলার নেতারা তাকিয়ে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে। তাদের ভাষ্য, মহাসচিবের সিদ্ধান্তই চূড়ান্ত। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠের এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, সম্মেলনে ১১ জন প্রার্থী মনোনয়ন নিয়েছিলেন। এর মধ্যে ছয়জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সভাপতি পদে রয়েছেন একজন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। কাউন্সিলর রয়েছেন ৮০৮ জন।