লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া ফেনী, চট্টগ্রাম, বগুড়া ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়। শনিবার থেকে রবিবার বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। পরে ডুবে যাওয়া ওই বাস থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সদর উপজেলার মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও নওগাঁর হুমায়ূন রশিদ। বাকিদের পরিচয় জানা যায়নি। ফেনী : ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত ও ১০ জন আহত হন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুপারভাইজার রবিউল হোসেন ও হেলপার রফিকুল আলম। চট্টগ্রাম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদের পুরাতন বিওসি এলাকায় উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে আরমান (৪০) নামে ট্রাকচালক নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত আরমান কুমিল্লার বাসিন্দা। বগুড়া : গাবতলীর উনচুরকি এলাকায় সকালে ট্রাকচাপায় নিহত হয়েছেন সিয়াম আল গালিব (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহতের বাড়ি সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামে। নওগাঁ : মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সাজু মিয়া (৪০) নিহত হন। দিনাজপুর : দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে ট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর মকিমপুরে বিকালে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।