নওগাঁ সরকারি কলেজের সেন্ট্রাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় এ হামলা হয়েছে বলে জানা গেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলার শিকার জুনায়েদ হোসেন জুন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।
সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টা থেকে কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে সাড়ে ৯টার দিকে ভর্তি শাখায় গিয়ে কার্যক্রম বন্ধ রাখতে বলেন জুনায়েদ হোসেন জুন। অধ্যক্ষ সামসুল হক ও অন্য শিক্ষক-কর্মচারীরা তাকে বুঝিয়ে কলেজ চত্বরে নিয়ে আসেন। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন কলেজ স্টাফরা। মারধরের আগে সেন্ট্রাল মাইকে ঘোষণা করা হয় এক কর্মচারীকে কেউ মারধর করছে। এরপরই প্রশাসনের ১৫-২০ জন জুনায়েদ হোসেনের ওপর আক্রমণ চালায়। ঘটনার পর ছাত্রদল নেতারা সুষ্ঠু বিচার দাবি জানান। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতা-কর্মীরা।
অধ্যক্ষ সামসুল হক বলেন, কলেজের উন্নয়নের জন্য প্রয়োজনে ফি বৃদ্ধির নিয়ম রয়েছে। এ বছর ৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যা থেকে কর্মচারীদের বেতন পরিশোধসহ গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জুনায়েদ ভর্তি শাখায় কক্ষে গিয়ে বসেছিল এবং অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে দাবি তোলে। সেখানে বিশৃঙ্খলা হতে পারে এ জন্য প্রথমে তাকে চলে যেতে বলি। সে কোনোভাবেই আমাদের কথা শুনছিল না। তখন কর্মচারীরা যেভাবেই হোক বের করে দিয়েছে। শুনেছি কর্মচারীদের সঙ্গে তার হাতাহাতি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।