ক্যারিয়ারে বারবার চোটের ধাক্কা সামলাতে হয়েছে জন স্টোন্সকে। এবারও একই কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার।
৩১ বছর বয়সী স্টোন্সকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সময় থেকেই তার পেশিতে সমস্যা ছিল, যা আর কাটেনি।
তিনি জানান, “সে হালকা সমস্যা নিয়ে এসেছিল। আমরা ভেবেছিলাম ধীরে ধীরে সেরে উঠবে, কিন্তু প্রত্যাশামতো হয়নি। তাই আজ সকালেই সে ক্যাম্প ছেড়ে গেছে।”
চোটের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চলছে স্টোন্সের। ২০১৭ সাল থেকে নানা সময়ে পেশি, ঊরু, অ্যাঙ্কেল, মাথা ও কুঁচকির সমস্যায় ভুগতে হয়েছে তাকে। গত মৌসুমে হ্যামস্ট্রিং ও পেশির চোটে প্রায় তিন মাস বাইরে ছিলেন তিনি, ফলে মৌসুমের শেষভাগে ৩৩টি ম্যাচে খেলতে পারেননি ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।
এর আগে ২০২১-২২ মৌসুমেও একাধিকবার চোটের জন্য মাঠের বাইরে যেতে হয়েছিল স্টোন্সকে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির তিনটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন স্টোন্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ