গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির হাফ ডজন নেতা। তারা হলেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওশনারা ফরিদ, সাদুল্যাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহমেদ শাকিল ও জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক। এদিকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু ভোটের মাঠে সরব রয়েছেন।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, বিএনপির পরীক্ষিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে জনগণ আমাকে নিশ্চয়ই বিজয়ী করবেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে পাশে থেকে নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়েছি। যদি আমাকে মনোনয়ন দেয় দলকে আসনটি উপহার দিতে পাবর। জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন বলেন, স্থানীয় জনগণ আমাকেই বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। সাদুল্যাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহমেদ শাকিল বলেন, শিল্পোন্নয়নে জোর দিয়ে এলাকার বেকার সমস্যার আবসান ঘটাতে চাই। সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ছালাম মিয়া বলেন, বিএনপি জনগণের দল। আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত।জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেন, জামায়াতকে বিজয়ী করলে সাধারণ মানুষের আকাঙ্খা পূরণ হবে।