বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয়দের বাধা ও প্রতিরোধের ঘটনায় সদর মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার আবদুল ওয়াকিল গতকাল মামলাটি করেন। ২৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১ হাজার জনকে। এ নিয়ে ওই ঘটনায় তিন মামলায় আসামি করা হলো ১ হাজার ৬৭৯ জনকে। এর আগে দ্বিতীয় দিনের অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৫০ জন এবং তৃতীয় দিন পেশকারপাড়ায় বাধার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।