সেঞ্চুরি, ঝড়ো ব্যাটিং, ভয়ঙ্কর বোলিং সব মিলিয়ে এক তরফা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ইতিহাসের অন্যতম বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড। জ্যাকব বেথেল ও জো রুটের দারুণ সেঞ্চুরির পর জস বাটলার ও জেমি স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে পাহাড়সমান স্কোর গড়ে ইংলিশরা। এরপর জফ্রা আর্চার ও আদিল রাশিদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।
রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড জয় পায় ৩৪২ রানের বিশাল ব্যবধানে, যা ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় রানে জয়ের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতে একটু ধীরগতি থাকলেও পরে গতি পায় বেন ডাকেট (৩১) ও জেমি স্মিথ (৬২)-এর ৫৯ রানের উদ্বোধনী জুটিতে। এরপর আসে দিনের সবচেয়ে আলোচিত ইনিংস জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরি।
২১ বছর বয়সী বেথেল ৮২ বলে করেন ১১০ রান (৩ ছক্কা, ১৩ চার)। পেশাদার ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। তার সঙ্গে ১৮২ রানের দুর্দান্ত জুটি গড়েন অভিজ্ঞ জো রুট, তিনি ৯৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন।
শেষদিকে উইকেটে নেমেই ঝড় তোলেন অধিনায়ক জস বাটলার। মাত্র ২৭ বলে ফিফটি, শেষ পর্যন্ত ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। উইল জ্যাকসও ৮ বলে করেন ঝড়ো ১৯ রান।
ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তোলে ৪১৪ রান।
৪১৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন এইডেন মার্করাম। এরপর একে একে সাজঘরে ফেরেন মুল্ডার, রিকেলটন, ব্রিটস্কি, ব্রেভিসরা।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭২ রানে, যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ (সর্বনিম্ন ৬৯ রান, ১৯৯৩, বনাম অস্ট্রেলিয়া)।
ইংলিশ পেসার জফ্রা আর্চার নেন ৪ উইকেট মাত্র ১৮ রানে, আর লেগ স্পিনার আদিল রাশিদ শিকার করেন ৩ উইকেট ১৩ রানে।
বিডি প্রতিদিন/মুসা